আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর টংগিবাড়ী উপজেলা অডিটোরিয়াম এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র উপদেষ্টা এম জামাল হোসেন মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী টংগিবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল বারী,ধীপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান।
নিসচা’র টংগিবাড়ী উপজেলার সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন , নিরাপদ সড়ক চাই জেলা কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট জানে আলম প্রিন্স, জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো: কামাল হোসেন, টংগিবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, টংগিবাড়ী অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি ফিরুজ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আপন সরদার ,সাংবাদিক আবু হানিফ রানা, নিসচা উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাত্তার হোসেন নয়ন, প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, কার্যকরী সদস্য মোঃ আক্কাস বেপারী, বাবুল শেখ, শামীম মাঝি, কাজী তামিম,বিপু মাদবর,কামাল হোসেন সার্ভেয়ারসহ সংগঠনটির নেতৃবৃন্দ।