ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

শক্ত হাতে সরকার পরিচালনা করুন: মির্জা ফখরুল


ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেই আহবান জানিয়ে সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। তাই ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিডিআর বিদ্রোহে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ ও জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহবান জানান। আলোচনা সভার আয়োজন করে বিএনপি।আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য এবং তৎকালীন বিডিআর বিদ্রোহের প্রত্যক্ষদর্শীরাও।আলোচনার প্রধান অতিথি বিএনপি মহাসচিব বললেন, পরিকল্পিতভাবে সামরিক বাহিনীর মনোবল ভাঙতে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়েছিলো আওয়ামী লীগ।

ওই দিন শেখ হাসিনা কী ভূমিকা পালন করেছিলেন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সেদিন সারাদিন নাটক করেছেন। তার অভিযোগ, পট পরিবর্তনে দেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি নস্যাৎ করতে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। বিভিন্ন পক্ষ থেকে অস্থির অবস্থার সৃষ্টি করা হচ্ছে।এমন অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সরকারকে আহবান জানান, জনগণের আশা পূর্ণ করুন। গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি না হলে দেশ স্থিতিশীল হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।যড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে জানিয়ে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে দেশ স্থিতিশীল হবে না বলে আবারও স্মরণ করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।