ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া-সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার মহোদয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন – পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার অভি দাস।এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুব উন্নয়নের কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।
এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় ও ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন, হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতন, দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়, খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যা নিকেতন, দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর বালিকা উচ্চ বিদ্যালয়, চৌপল্লী জয়তারা বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বশিকপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা, আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা, টুমচর মহিলা দাখিল মাদরাসা প্রমুখ।