ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন


ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

মো. রাসেল রানা (রাজশাহী) জেলা প্রতিনিধি:   বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে উক্ত কর্মসূচি দুপুর নাগাদ পালিত হয়, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কিংবা ছাত্রলীগ যারা ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে বা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সাধারণ ছাত্রদের উপর জুলুম নির্যাতন করেছে, হত্যা করেছে, অতিসত্বর জড়িতদের মুখোমুখি করে বা চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন আহ্বায়ক শফিকুর রহমান শফিক বলেন আওয়ামী ফ্যাসিষ্টদের বিচার নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী অফিসার আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন তাদেরকে ক্যাম্পাস থেকে চাকরিচ্যুত করতে হবে, ছাত্রলীগকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশেদ আলী, যুগ্ন আহ্বায়ক সর্দার জহুরুল, যুগ্ন আহ্বায়ক শফিকুর রহমান শফিক, যুগ্ন আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল মিঠু, যুগ্ন আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ন আহ্বায়ক এম এ তাহের, এছাড়াও দুই হাজারের অধিক বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিটির অংশ হিসেবে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রধানের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।