ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

যশোরে বিএনপির ১৮ ফেব্রুয়ারীর সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরন।


ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   আগামী১৮ ফেব্রুয়ারী ২০২৫ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবীতে যশোর জেলা বিএনপির সবাবেশ সফল করার লক্ষে আজ শহরের বড় বাজারে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম এর নেতৃত্বে ব্যাবসায়ী ও জনতার মাঝে লিফলেট বিতরন করে যশোর জেলা বিএনপি। লিফলেট বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব জনাব এ্যাড. সাবেরুল হক সাবু, সদস্য জনাব মিজানুর রহমান, জনাব হাজ্বী মুকুল, নগর বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।আগামী ১৮ই ফেব্রুয়ারী ২০২৫ যশোর টাউনহল ময়দানে অনুষ্ঠিতব্য এ সমাবেশে সভাপতিত্ব করবেন যশোর জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।