ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে হিন্দুদের শ্মশান সংস্কারে বাধা  ইউএনও বরাবর অভিযোগ


ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশান সংষ্কার কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে।এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে ওই গ্রামের নিপেন্দ্র কর গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পুরুষের আমল থেকে শত বছরেরও বেশি সময় ধরে কমলাপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সবাই এই শ্মশানে তাদের মৃত স্বজনদের শেষ কৃত কর্মের সমাধি করে আসছেন। বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে গ্রামবাসী শ্মশানটি পুনরায় সংস্কারের প্রস্তুতি নিলে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে গ্রামবাসী ও ঠিকাদার সেখানে গেলে রুহেল মিয়া, সুজন মিয়া, খালিছ মিয়া, তারেক মিয়া, সহ আরো কয়েকজন শ্মশানঘাটে উপস্থিত হয়ে কাজে বাধা প্রদান করে। এসময় শশ্মশানঘাট দখল করারও হুমকি দেয় তারা।এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শ্মশান নির্মাণের কাজ দ্রুত শুরু করা যায় এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।