টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজি জহিরুল ইসলাম এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ফেব্রুয়ারী) বাদ জোহর নয়নন্দ গ্রামে কাজি জহিরুল ইসলামের নিজ বাড়িতে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে প্রায় ৩০০ মানুষের মাঝে মধ্যাহ্ন ভোজ করানো হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান আশিক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের জয়েন সেক্রেটারি সোলেমান মাদবর,বেতকা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইউসুফ আলি সিকদার, দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মল্লিক, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মল্লিক প্রমুখ।