ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

জনগণের মালিকানা ফিরিয়ে দিতে ১৬ বছর যুদ্ধ করেছি : আমির খসরু


ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ১৬ বছর যুদ্ধ করেছি। যখনই মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখন দেখছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা এবং ক্ষমতার অপব্যবহার করা। তারা চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারের যদি নির্বাচন হতে হয় সে সিদ্ধান্ত তো জনগন নিবে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আনুপাতিক নির্বাচনে কোন ঐক্যমত নাই। নির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সে সুযোগ নেই। যারা সংস্কারের নামে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করতেছে আপনাদের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। জনগণের মেন্ডেট ছাড়া রাষ্ট্র পরিচালনা করার কোনো সুযোগ নেই।আমির খসরু মাহমুদ আরো বলেন, দেশের যত সংস্কার তা সংসদে হতে হবে। জনগণের মেন্ডেট নিয়ে আগামী নির্বাচনে সংসদে আমাদের ৩১দফা পাশ করার চেষ্টা করবো। আর অন্যান্য দলের যদি মেন্ডেট থাকে তারাও তা সংসদে পেশ করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না। একমাত্র বিএনপি’ই পারবে দেশের সংস্কার করা। বিএনপি ছাড়া কারো পক্ষে দেশ সংস্কার করা সম্ভব নয়। ‘যাঁরা ক্ষমতা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন, আপনারা মনে করছেন আপনারা এই সরকারের একটা অংশ হয়ে গেছেন। এই সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন আপনারা লাভবান হবেন। আপনারা সরকারের অংশ হয়ে থাকবেন, সেটা তো হওয়া সম্ভব নয়। কারণ, আপনি, আপনারা যাঁরা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসেবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, তাঁদের বলছি, পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যাঁরাই হোক, যদি আগামী দিনের সরকারে যাওয়ার ইচ্ছা থাকে, তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসুন। আমরা তো আছিই নির্বাচনী প্রক্রিয়ায়।’ আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহ সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তা, তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্টে মনে হয়, তাঁরা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছেন। সেই সন্দেহের উদ্রেক যদি হয়, বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।’নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, দেশব্যাপী ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের এ জোয়ার কেউ রুখতে পারবে না। তাই সকলকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।