ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

কৃষকদলের সম্মেলন শেষে জিয়া সাইবার ফোর্সের ফরিদপুর জেলা কমিটি ঘোষণা করলেন শহিদুল ইসলাম বাবুল


ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশ শেষে জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।ভিপি আমিনুল ইসলামকে সমন্বয়ক ,মেহেদী হাসান রাজু সভাপতি ,মো: জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক , আমির হামজা খানকে সিনিয়র সহ-সভাপতি,সিনিয়র যুগ্ম-সাধারণ তৌহিদুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক বোরহান মাহমুদ সহ মোট ১৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে আয়োজিত ইউনিয়ন কৃষকদলের সমাবেশ শেষে তিনি জিয়া সাইবার ফোর্স এর জেলা কমিটি ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জিয়া সাইবার ফোর্স এর সভাপতি কেএম হারুন , জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার ,ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি’র সভাপতি, কাজী বদরুজ্জামান (বদু) সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম কবির ও সদরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চর বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রার্থী আব্দুল জব্বার সহ জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।উল্লেখ্য, ফরিদপুর জেলা কমিটি ঘোষণা দেওয়ার শেষে শহিদুল ইসলাম বাবুল বলেন, জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা কমিটি ফরিদপুরবাসীর পক্ষে ধানের শীষের পক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে তুমুল লড়াই করবেন বলে আশা করছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।