মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাওঁ গ্রামের শশুড় বাড়ি হতে সোহান শেখ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত উপজেলার হাসাইল গ্রামের সোবহান শেখের ছেলে।সোহানের বোন সুবর্না আক্তার তার ভাইকে শশুড় বাড়ির লোকজন মেরে বসত ঘরে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন। এদিকে একটি ভিডিওতে সোহানের স্ত্রীকে রাতে সোহানের সাথে মৌখিক ঝগড়া করতে দেখা গেছে। স্থাণীয়রাও রাতভর সোহানের সাথে তার স্ত্রীর ঝগড়া বিষয়ে শুনেছেন বলে জানান।জানাগেছে, ৮ বছর আগে জান্নাত আক্তার নামের মেয়েকে বিবাহ করে সোহান। পরে সে তার শশুড় বাড়ি পাশের পাঁচগাঁও গ্রামে স্ত্রীকে নিয়ে বসবাস করতো। শুক্রবার রাত দুই টার দিকে সোহান বাড়ির বাহিরে যেতে চাইলে তার স্ত্রীর সাথে তর্ক হয় বলে জানান তার স্ত্রী।সোহানের স্ত্রী জান্নাতুল জানান, রাত দুইটার দিকে সোহান বাড়ির বাইরে গেলে সে তার ৫ বছরের মেয়ে শাহামনিকে নিয়ে অন্য ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠে সোহান এর ঘরে গিয়ে ডাক দিলে দরজা না খুলায় ঘরের দরজা ভেঙ্গে সোহানকে ঘরের আড়ার সাথে কাপড়ের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে চিৎকার করলে আশ পাশের লোকজন এসে সোহানকে ফাঁসিতে ঝুলিতে দেখে পুলিশ খবর দেয়।সে আরো জানায় , সোহান রাতভর নেশা ও জুয়া খেলে। পরে ফজরের সময় সে গলাঁয় ফাস দিয়ে আত্নহত্যা করেছে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যূর ধরণ দেখে আত্নহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তে রির্পোট পেলে বিস্তারিত বলা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭