

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার ( ৫ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।পরে সকাল সাড়ে ৯টা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।এ সময় উপাচার্য সভ্যতা বিনির্মাণে গ্রন্থাগারের গুরুত্বের প্রতি আলোকপাত করে ইলেকট্রনিক রিসোর্সের পাশাপাশি প্রিন্ট রিসোর্সের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।এছাড়া উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব গ্রন্থাগারের নতুন সংগ্রহগুলোকে ব্যবহারকারীদের নজরে আনতে সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।এরপর একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, রাবি গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর মো. নাজমুল ইসলাম এছাড়া বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা এতে অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭