রাবি প্রতিনিধি: নবীনের আগমনে সবুজের বুনিয়াদ হোক মননে ও সৃজনে” প্রতিপাদ্যে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টা সময় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখার নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)উপাচার্য ড. সালেহ হাসান নকীব।এসময় তিনি গ্রীন ভয়েস রাবি শাখায় নতুন সদস্যদের গাছ দিয়ে অভিনন্দন জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা’র সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির ।এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি’র উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, অধ্যাপক ড. মর্জিনা বেগম, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা, অধ্যাপক ড. ফারাহ নওয়াজ, অধ্যাপক ড. আকতার বানু। এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস, রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুর রহিম, কেন্দ্রীয় সদস্য স্বপন মাহমুদ, গ্রীন ভয়েস, রাবি’র সাবেক সভাপতি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব। ।আমন্ত্রিত অতিথি সহ গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একঝাঁক নবীন সবুজ সদস্যরা।উল্লেখ্য, গ্রীন ভয়েস বাংলাদেশের একটি পরিবেশবাদী যুব সংগঠন, যা দেশের পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তরুণ সমাজকে সম্পৃক্ত করে, সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখছে।