ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ


ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি:   “আত্মবিশ্বাসে আত্মরক্ষা” স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য “বহ্নিশিখা-গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়” ৭ দিনব্যাপী “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” এর ব্যবস্থা করেছে। আজ সোমবার(১৭ ফেব্রুয়ারি) উক্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়াম মাঠে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রীন ভয়েস-বহ্নিশিখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মর্জিনা বেগম, অধ্যাপক ড. ফারহা নওয়াজ।এই প্রশিক্ষণ কর্মসূচিটি প্রশিক্ষক মরিয়ম বেগমের তত্ত্বাবধানে ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সময়সূচিতে ৭ দিন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।উক্ত প্রশিক্ষণের উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম বলেন, আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ নারীদের সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উল্লেখ্য, আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সামিয়া সুলতানার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান, আহসান হাবিব, জান্নাতুন নাইম তুহিনা, সিরাজুল ইসলাম প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।