রাবি প্রতিনিধি: রাজশাহী কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষক চরম দুর্নীতিগ্রস্ত, প্রতারক ও অদক্ষ। তার মতো একজন কর্মকর্তাকে রাজশাহী কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত শিক্ষক দুর্নীতির দায়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এরকম একজন ব্যক্তিকে রাজশাহী কলেজে নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানটির শিক্ষা ও সুনাম ক্ষতিগ্রস্ত হবে।এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যুহুর আলী বলেন, এ বিষয়ে আমরা কলেজের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। তারা বিষয়টি আমলে নিয়েছেন এবং অতি শীঘ্রই তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই বদলি আদেশটি সংশোধিত করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নাজমুল হক বলেন, আমরা আমাদের কলেজে কোনো দুর্নীতিবাজ শিক্ষককে চাইনা। সম্প্রীতি এক সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি অধ্যাপক মুশফিকুর রহমানের দুর্নীতির কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং কিছুদিন আগেও তিনি একটি পারিবারিক মা/ম/লা/য় জেলও খেটেছেন। গত বছর তিনি সাপাহারের একটি কলেজ থেকে দুর্নীতির মাধ্যমে পঞ্চগড়ের একটি কলেজে বদলি নিয়েছিলেন এবং সেই কলেজে সে একদিন ও তার দায়িত্ব পালন করেননি।শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করে দ্রুত এই পদায়ন আদেশ বাতিলের আহ্বান জানান। তারা বলেন, আমরা একজন দক্ষ, যোগ্য ও নৈতিক মানসম্পন্ন শিক্ষক চাই, দু*র্নীতিগ্রস্ত নই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭