রাবি প্রতিনিধি: বাঘায় রাজনৈতিক মামলায় উপজেলার আড়ানি পৌর সভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৬ফেব্রুয়ারি) রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। আড়ানি চক সিংগা গ্রামের বাসিন্দা রিবন আহমেদ বাপ্পি, সাবেক মেয়র মুক্তার আলীর জামাই। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্নগোপনে ছিল।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ,হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭