হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ডাইং পাড়ায় এলাকাবাসীর ধাওয়ায় থ ৫৩ পিস ফেনসিডিল ফেলে পালিয়ে যায় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আ: মালেক ।পরে ওই ফেনসিডিলগুলো জব্দ করে র্াব সদস্যরা। এলাকাবাসী জানায় ওই গ্রামের মৃত নওসাদ আলীর ছেলে আব্দুল মালেক তার দুই ছেলে রবিন ও রাজুকে নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে মাদক ব্যবসা করে আসছিল। এ নিয়ে সম্প্রতি এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে আসাদূল ও তরিকুল নামে দুই যুবককে মারধর করে সে।এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করে তারা। এদিকে,মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ায় সে মাদক বহন করার সময় এলাকাবাসী ধাওয়া দিলে সে ৫৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই ফেনসিডিলগুলো জব্দ করে।এ বিষয়ে র্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদ জানান, জব্দকৃত ফেনসিডিল গুলো থানায় জমা দেওয়া হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭