মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে বুলডোজার কর্মসূ্চি হলেও মুন্সিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন শুক্রবার বিকেল তিনটায় "আপামর জনতার" আয়োজনে মুন্সিগঞ্জে বুলডোজারের কর্মসূচির কথা জানানো হয়। তবে শুক্রবার সকালে জনগণের বিপত্তি এড়ানো ও দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মমূচি প্রত্যাহারে পুনরায় পোস্ট দেওয়া হয়েছে। একই সাথে জুম্মা নামাজে দেশের জন্য দোয়া মোনাজাত ও দেশের কল্যাণ্যের জন্য সকলকে আহ্বান করা হয়।এদিকে আগে প্রদান করা পোস্টের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে আনুষ্ঠানিক ঘোষণা ছিলোনা বলে নিশ্চিত করেছে আন্দোলনে সংশ্লিষ্টরা।বৈষম্য বিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট কয়েকজন জানান, বেশকয়েকজন ছাত্র ও আন্দোলনকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসংক্রান্ত পোস্ট দিয়েছিলো। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষুব্ধ সবাই, এরই প্রতিক্রিয়া জানিয়েছিলো। তবে জনগনের বিপত্তি কিংবা বিশৃঙ্খলকর কোন ঘটনা না ঘটে সে জন্য আজকে কোন কর্মসূচি করা হচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলায় সবার আগে অগ্রাধিকার।অন্যদিকে আজ শুক্রবার জেলায় কোন সাংগঠনিক কর্মসূচি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলন।জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম জানিয়েছেন, পতিত ফ্যাসিবাদের বিপক্ষে ছাত্রদলের শক্ত অবস্থান রয়েছে। তবে আজ শুক্রবার কোন কর্মসূচি ছাত্রদলের নেই।জেলা শিবির সভাপতি মো: মুজাহিদুল ইসলাম জানান, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে নেতাকর্মীরা।ইসলামী ছাত্রআন্দোলনের জেলা সভাপতি মো: ইব্রাহিম খলিল বলেন, বুলডোজার সংক্রান্ত কোন কর্মসূচি আমাদের নেই। জুম্মায় দেশের জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবো।এবিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার বলেন, যেকোনধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭