ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ


ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।একুশের প্রথম প্রহরে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক সহ-সভাপতি এম মুহিত, সদস্য সলিল বরণ দাশ, এটিএম জাকিরুল ইসলাম, মো. আবু তালেব, মতিউর রহমান মুন্না, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, অঞ্জন রায়, স্বপন রবি দাশ প্রমুখ।এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন- “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী মহান শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব।এরআগে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা, নবীগঞ্জ পৌরসভা, নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিভিন্ন সামাজিক,পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।