টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় মরহুম শাহ্জালাল শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় বেতকা ইউনিয় উচ্চবিদ্যালয়ের মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন খিলপাড়া তরুণ সংঘ বনাম বেতকা সেভেন স্টার। খেলাটি আয়োজন করেন ইউনাটেড ফ্রেন্ডস সোসাইটি। খেলাটি উদ্ধোধন করেন বেতকা ইউনিয় উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম শাহজালাল শিকদারের ছেলে তারিক আল হাসান লিউ শিকদার। ফাইনাল খেলাটি অতি যাক জমক পুর্ন ভাবে খেলাটি আযোজন করা হয়েছে। খেলার প্রথম অধ্যায় কোন গোল না হলেও দ্বীতীয় অধ্যায়ের ১৫ মিনিটের সময় বেতকা সেভেন স্টার প্রথমে ১ টি গোল করেন পরে ২৫ মিনিটের সময় খিলপাড়া তরুণ সংঘ গোল করে খেলাটি সমতায় ফিরিয়ে আনলেও খেলা শেষ হয়ে অতিরিক্ত ১মিনিটি বেতকা সেভেন স্টার ২য় গোলটি করে ২-১ গোলে বেতকা সেভেন স্টার জয় লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন বেতকা ইউনিয় পরিষদের চেয়ারম্যান রোকনজ্জামান শিকদার রিগ্যান,বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল বেপারী,সমাজ সেবক মো.শাখাওয়াত হোসেন শেখ,বেতকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী শিকদার,বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব খাঁন পটু,বেতকা বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাসান মাসুম শিকদার,সমাজ সেবক হাবিবুর রহমান হবি বেপারী,ইখতিয়ার হোসেন শিকদার ডলার,আব্দুল্লাপুর ইউপি সদস্য মোশারফ হোসেন মাদবর,প্রমুখ। খেলাটিতে চ্যাম্পিয়ান পুরুস্কার হিসাবে একটি ফ্রিজ ও রানারচ আপ পুরুস্কার একটি ৪৩ ইঞ্চি স্মাট টিভি দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭