নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন ভাবে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৃথক পৃথক র্যালী নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, যুবদল, ছাত্র দলসহ দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটি, অঙ্গসংগঠন সমূহ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষ।ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা ও জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে।কিন্তু এরই মাঝে চোখে পড়লো ব্যতিক্রমী একটি পোস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহঃস্প্রতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি শুভেচ্ছা ব্যানার পোস্ট দেন ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা। তার ব্যক্তিগত আইডিতে পোস্টকৃত ব্যানারে তিনি কক্সবাজার জেলা আওয়ামিলীগের পক্ষ থেকে উল্লেখ্য করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও কক্সবাজার জেলা আওয়ামিলীগের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জানাই শুভেচ্ছা এমনটি উল্লেখ্য করেন। তবে কিছুক্ষণ পরেই তার সেই ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন তিনি। এর মধ্যেই অনেকেই স্কিনশট দিয়ে সমালোচনা ও করেন। বিষয়টি নিয়ে ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,ডিজাইনারদের মাধ্যমে আমরা ব্যানার গুলো করে থাকি তারা যেভাবে ডিজাইন করে দিসে আমি সেভাবেই পোস্ট করেছি। ব্যানারের বানান ও লেখা অমিল থাকায় সতর্কতা দরকার ছিল কিনা এমন প্রশ্নে তিনি জানান, আমি ভুলটি প্রথমে বুঝতে পারিনি। যারা ভুলটি ধরিয়ে দিয়েছে তাদের ধন্যবাদ জানাই।জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা জেলায় পদে থেকে কোন নেতা কক্সবাজার জেলা আওয়ামিলীগের পক্ষে শুভেচ্ছা জানাতে পারবেন কিনা এমন প্রশ্নে ঢাকা জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. আবু হানিফ বলেন, যারা ১৭ বছর দেশের মানুষের অধিকার হরণ করেছে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর প্রশ্নই ওঠে না। যদি কোন নেতার বিরুদ্ধে এমনটি প্রমাণ মিলে তাহলে অবশ্যই কেন্দ্রকে অবহিত করবো এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য , বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্লাটফর্মে চলছে সমালোচনার ঝড়। যদিও ভুলবশত বলে দাবি করছেন ওই অভিযুক্ত নেতা।