নিজস্ব প্রতিনিধি: জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রী- চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল বলেন, "বিচারহীনতার এক বিরল নজির স্থাপন করেছিলেন স্বৈরাচার হাসিনা। এমনকি এই মেডিকেল কলেজের নামও দখল করেছিলেন। আজকের এই মানববন্ধন থেকে খুনি হাসিনা-সহ সকলের বিচার ও মেডিকেল কলেজকে পূর্বের নামে ফেরত দেয়ার আহ্বান জানাচ্ছি।"
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ড্যাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক, এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা:রেহান উদ্দীন খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা:তৌহিদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা: মো: ইমরান হোসেন,ছাত্রনেতা ইফতেখার আহমেদ সিহাব, খন্দকার সিফাত উল হক সহ ড্যাব, ছাত্রদল, ন্যাব, এমট্যাব ও কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হত্যাকান্ডের খুনিদের বিচার নিশ্চিতের দাবী জানান, সেই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭