ভোরের খবর ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ ৭ দফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে বাঁশ দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বাঁশ দিয়ে রাস্তা আটকে দেন তারা। এতে কলেজের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।এদিন অবরোধ চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে হ্যান্ডমাইকে ঘোষণা দিতে দেখা যায়। তিনি বলছিলেন, আপাতত শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করছেন। পূর্বঘোষিত কর্মসূচি অতি শিগগির শুরু করবেন তারা। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন তারা যেতে দেবেন। কিন্তু অন্য কোনো যানবাহন যেতে দেবেন না।পরে শিক্ষার্থী রাব্বি বলেন, গুলশান ১ এবং মহাখালীর আমতলী আমরা অবরোধ করব। এবং আসতে আসতে নর্থ সিটির সব রাস্তা অবরোধ করব। আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।এদিকে দাবি আদায়ে আমরণ অনশনে করছেন কলেজটির কয়েক শিক্ষার্থী। ছয়দিন ধরে ১১ জন শিক্ষার্থী কলেজের ফুল ফটকের সামনে অনশনরত অবস্থায় রয়েছে। ইতোমধ্যে অসুস্থ হওয়ায় ৪জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭