মনোরঞ্জন রায় (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের সন্তান আসাদুজ্জামান নুর আসাদ।এছাড়া কাউন্সিলে সভাপতি আব্দুর রহমান ও সম্পাদক সোহেল রানা নির্বাচিত হয়েছেন। ৭ই ফেব্রুয়ারি গত শুক্রবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পল্টন কলেজে শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় ভোট গ্রহণ শেষে বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়। কাউন্সিলে ২৪০ টি ভোটের মধ্যে সর্বমোট ভোট পড়েছে ১৭৮ টি। শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আরিফুল ইসলাম ও আব্দুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আল ইমরান ও মো. সোহেল রানা সম্পদ। সাংগঠনিক পদে প্রার্থী ছিলেন মোঃ আসাদুজ্জামান নুর, মাওলানা মো. ওমর ফারুক ও কবিতা খাতুন। শ্রমিক অধিকার কাউন্সিলের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পঞ্চগড়ের সন্তান আসাদুজ্জামান নুর আসাদ শ্রমিক অধিকার পরিষদে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এই বিজয় উত্তরের জেলা পঞ্চগড়ের। রাজনৈতিক জীবনে দেশ ও জাতীর জন্য মানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে চাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭