উপজেলা প্রতিনিধি ।। মাসে ডাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি কিছুটা উদ্ববেগের ও হাস্যকর, তাদের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার(৩১ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপ কালে এই কথা বলেন।
এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় তিনি আরো বলেন,ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এবং দলের নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকলে কেউ তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, অতি বিলম্বে আওমি ফ্যাসিবাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদেন নেতা কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭