সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাই সরকারি কলেজে তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারী) দিনব্যাপী ধামরাই সরকারি কলেজের আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বেলুন উড়িয়ে শুভ সূচনা করা হয়।এসময় ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মশাল জ্বালিয়ে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জিয়াউল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার,শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ইসলাম ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.কাজিম খান আবুল উলায়ীর পরিচালনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুর্শিদী আক্তার ও সোহেল চৌধুরী।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীরা ১০০ মিটার থেকে ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ,দীর্ঘ লাফ,উচ্চ লাফ চাকতি নিক্ষেপ,মিউজিক্যাল চেয়ার,যেমন খুশি তেমন সাজোসহ দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.কাজিম খান আবুল উলায়ী বলেন,বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে আমরা অনেকেই মোবাইল ফোন ও কম্পিউটারের স্ক্রিনে বন্দী হয়ে পড়ছি, যা আমাদের শারীরিক সুস্থতার জন্য হুমকি-স্বরূপ। তাই বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলা, যা শুধু শরীরকে সুস্থ রাখবে না, বরং আমাদের মানসিক শক্তিও বৃদ্ধি করবে।তিনি আরও বলেন, আমাদের ধামরাই সরকারি কলেজে প্রতি বছরের মত এইবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা আমাদের সবার জন্য আনন্দদায়ক এবং চ্যালেঞ্জিং ছিল। জয়-পরাজয় যাই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অংশগ্রহণ করা এবং নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়া।প্রধান অতিথি প্রফেসর ড.মো.সেলিম মিয়া বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সুস্থ-সুন্দর জীবন গড়া। তাই আমরা সবাই জানি, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সতেজ রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। ক্রীড়া আমাদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত চিন্তাভাবনা তৈরি করেএসময় আর-ও উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো.টিটোন হোসাইন ও প্রভাষক মো.ওবায়দুল্লাহ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য মাগফেরাত ফেরদৌসী,আলাউদ্দিন, সাঈদ আনোয়ার, রোকসানা,মো.সাইফুল ইসলামসহ সহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭