ভোরের খবর ডেস্ক: তাসরিফ বিন মেজান, যিনি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়াশোনা করছেন, একটি গেম তৈরি করেছেন, যার নাম “দৌড়াও হাসিনা দৌডাও।”গেমপ্লে-তে একটি চরিত্র রয়েছে যা হাসিনার মতো দেখতে, যে সামনে দৌড়ে গিয়ে কয়েন সংগ্রহ করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা সৃষ্টি করেছে গেমটি।উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার ১৫ বছরের অধিক সময়ের কর্তৃত্বপরায়ণ শাসনের অবসান ঘটে। স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।