টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে হাসাইল বানারী ইউনিয়নের অন্তর্ভুক্ত শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়,দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিধুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। দৌড়, কুইজ, যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সদস্য বাবু হাওলাদার, শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রাহাত, হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমুতারা,সহকারী শিক্ষক জয়ন্ত, দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন দেওয়ান, বানারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাসেম মোহাম্মদ হযরত আলী,বিদুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭