বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা গুলো ৪ টি মাদ্রাসায় ও স্থানীয় দুস্তদের মাঝে বিতরণ করা হয়। বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে রবিবার (১৬ফেব্রুয়ারী) ভোরে দিঘিরপাড় মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিঘিরপাড় মৎস্য আড়তে জাটকা বিক্রি চলছে পরে তাৎক্ষনিক ওই আড়তে গিয়ে ৩০০ কেজি জাটকা জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অস্বাধু চক্রটি পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭