মুন্সীগঞ্জ প্রতিনিধি: শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মাদক, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং ও মুফোনের অপব্যবহার রোধ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে ও জৈনসার ইউনিয়নের সর্বস্তরের জণসাধারনের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বিকালে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান। শেখ মোহাম্মদ আমির সোহেলের সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈনসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এমদাদুল হক পলাশ, জৈনসার ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তোপাজ্জল, দুলাল হাওলাদার, রতন বেপারী,আতাউর শেখ, বাহাদুর,বিল্লাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের শেখ,যুগ্ন আহবায়ক আশরাফ শেখ, কৃষকদলের সভাপতি লিটন শেখ, সহ-সভাপতি সুজন শেখ,যুবদল নেতা রোবেল হাওলাদার,পঙ্কজ রায়,স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ ঢালী,ছাত্রনেতা সাব্বির,দেলোয়ার শেখ আবু সাঈদ শেখ,যুবদল নেতা ইকবাল, স্বেচ্ছাসেবক দল নেতা সলিম,ছাত্রদল নেতা আরাফাত, ছাত্রনেতা আবু বকরসহ জৈনসার ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭