নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তন দেশের সর্ববৃহৎ জাতীয়তাবাদী এ অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিমসহ অন্যান্য পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয় সেই সাথে ফ্যাসিস্ট সৈরাশাসকের আমলে আয়নাঘর সহ গুম, নির্যাতন ও জেল জুলুমের স্বীকার জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টগন তাদের বিগত দিনের নির্যাতনের কথা তুলে ধরেন।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম,বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন,ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ হারুন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন , জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি কেএম হারুন।অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ বিভিন্ন জেলা মহানগর ও থানা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭