ফখরুল ইসলাম বিপ্লব (কুয়েত) প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিটি ’জিলিব আল সুয়েখ’ কুয়েত শাখা কর্তৃক আয়োজিত বনভোজন হিজিল রিসোর্টে বাংলাদেশী পরিবার ও কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার ভাইদেরে উপস্থিতিতে অত্যন্ত মনোরম পরিবেশে জাকজমক ভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকোশলী মোঃ ফরিদ উদ্দিন- সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত, সভাপতিত্ব করেন জনাব রফিকুল ইসলাম- সভাপতি বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা ।পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সকল কমিউনিটির ব্যক্তি বর্গের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ভালবাসার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথমেই সকল আমন্ত্রিত অতিথীদেরকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করে বরণ করা হয়। ফুলের তোড়া দিয়ে বরণ কাজ সম্পন্ন করেন বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা কমিটির সম্মানিত সদস্যা বৃন্দ।জনাব ইমন খান এর সঞ্চালনায় বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সভাপতি জনাব প্রকোশলী মোঃ ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব মোঃ মনির হোসেন বাবু নতুন কমিটির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখাকে শুভেচ্ছা বরণ ও সংবর্ধনা প্রদান করেন।বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখাকে গ্রহন ও অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও কেন্দ্রীয় কমিটির পক্ষে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর উপদেষ্টা জনাব বিমল কান্তি রায়, জনাব মোঃ মুজাহের আলী উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর সভাপতি জনাব মোর্শেদ আলম ভূইয়া, জনাব প্রকোশলী আঃ করিম সাধারন সম্পাদক- বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব প্রকোশলী নজরুল ইসলাম জহির– আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জনাব মোঃ মহিউদ্দিন চৌধুরী সহ সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জনাব মোঃ কোরবান আলী সাধারন সম্পাদক বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত, জনাব নজরুল ইসলাম শাহীন সাধারন সম্পাদক বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত, জনাব মোঃ সোহেল রানা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জনাব মোঃ লিটন খান সদস্য বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জনাব আঃ কাদের আকন বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব মোঃ বাবুল বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব আং রশিদ বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব মইনুল ইসলাম বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব মারুফ খান বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব এনায়েত ইসলাম- বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব মাহিন প্রধান- বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব শাহ আলম বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব মফিজুর রহমান বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব সাদ্দাম হোসেন মুন্না- বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব হাবিবুর রহমান বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব মোঃ রনি- বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েখ শাখা, জনাব তারেক হাসান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত, জনাব মোঃ হারুন মিয়া বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জনাব টুটুল বাংলাদেশ কমিউনিটি কুয়েত, সাংবাদিক মইন সুমন- সময় সংবাদ, হেবজু মিয়া ডিবিসি, জনাব মঞ্জুরুল আলম সভাপতি বন্ধু মহল, জনাব জাহাঙ্গির মোল্লা সাধারন সম্পাদক বন্ধু মহল, জনাব সালাউদ্দিন সিকদার বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জনাব ওয়াসিম সানি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত। এছারা ও কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশী প্রবাসীরা বনভোজন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে কে সাফল্য মন্ডিত করেন।