ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে চলছে অবৈধ ভাবে স্যালো ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পরিবহন


ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাঙালি নদীতে দিনে-রাতে বালু উত্তোলনে দেখা দিয়েছে নদী ভাঙ্গন,বিলিন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট ও ব্রীজ। ইউনিয়নের পান্তামারি, বামনহাজরার মজিদের ঘাট ব্রীজ ও দেওয়ানতলা ব্রীজের দুই ধারে অন্তত ১২টি স্যালো মেশিন ও ড্রেজারদিকে স্থানীয় চিহ্নিত বালু দস্যূরা নদী থেকে বালু উত্তোলন,পরিবহন ও বিক্রি করছে।এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলি জমি।ট্রাক্টর ও ট্রলি দিয়ে অনাবরত বালু আনা নেয়ায় প্রায়ই ঘটছে দুঘর্টনা।ক্ষতিগ্রস্থরা স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী তহশীলদের কাছে অভিযোগ করেও পাচ্ছেন না প্রতিকার।স্থানীয়রা বলেন, মহিমাগঞ্জ ইউনিয়নের তহশিলদার আলতাফ হোসেনের সাথে যোগাসাজসি ভাবে বালু উত্তোলন করায়,সে কৌশল করে,উপরের কর্মকর্তাদের ভূল বুঝিয়ে সেগুলি সাঘাটার মধ্যে পড়েছে বলে চলিয়ে দেন।এবিষয়ে মহিগঞ্জ ইউনিয়নের তহশিলদার সাংবাদিকদের বলেন,আমরা যখন যাই তখন তারা বলে,এগুলি সাঘাটার মধ্যে চলছে।ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির হস্তক্ষেপে সাপমারার চক রহিমাপুর,ফুলবাড়ী কাটাখালি ও তালুকানুপুর ও কাটাবাড়ী এলাকায় ৩টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হওয়ায় বন্ধ ওইসব এলাকায় বন্ধ হয়েছে বালু উত্তোলন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন,অবৈধ ভাবে বালু উত্তেলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।