স্টাফ রিপোর্টার: ঢাকা আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার দি রোজ গার্মেন্স সংলগ্ন স্বামী স্ত্রী দম্পতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা।সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা।তারা দুজনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার আফাজ উদ্দিনের পাঁচতলা বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস আগে এ বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় দ্যা রোজ ড্রেসেস লিমিটেড কারখানায় কাজ করতেন তারা। তাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি।স্বামী-স্ত্রীর আত্মহত্যার ব্যাপারে বাড়িওয়ালা আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা প্রায় পাঁচ মাস আগে বাসা ভাড়া নেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না। কিন্তু কি কারণে তারা আত্মহত্যা করেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের ঋণ ছিল কি না তাও জানা যায়নি।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭