ভোরের খবর ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেয়া ছাড়া ডিসি আর কোনো কাজই নেই। সুতরাং আমাদের শুধু একটা কথাই যে, আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন।’মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, ‘ডিসিদের জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটি সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে।’আইন উপদেষ্টা বলেন, ‘দেশের মেধাবী মানুষেরা জেলা প্রশাসক হিসেবে কাজ করেন বা প্রশাসনে আসেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল।’ডিসিদের জনগণকে সেবার করার কাজে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে কথাবার্তায় তার মনে হয়েছে, তাদের যদি ইতিবাচকভাবে কাজে লাগানো হয়, জনগণকে সেবা করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য ও শিক্ষাসেবা প্রদান করার জন্য এবং সেই সক্ষমতাও তাদের আছে। কিন্তু ওই রাজনৈতিক দিকনির্দেশনাটা থাকে না।’প্রত্যাশার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, কোনো দিন যেন প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি রয়েছে, এটিকে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে, সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে যেন লাগানো হয়।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭