ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে “ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস” কর্মসূচি পালন


ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ বৃহস্পতিবার( ৬ ফেব্রুয়ারি) সকাক ১০ টা শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।এসময় রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম চলমান থাকবে।ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। এ অভিযান সবসময়ের জন্য চালু রাখতে হবে। যাতে এ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ময়লা-আবর্জনাগুলো যত্রতত্র না ফেলে ক্যাম্পাসে যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলবো। এজন্য আমাদের অভ্যাসের পরিবর্তন আনতে হবে। খাবারের পরিত্যক্ত প্যাকেট ও অন্যান্য বর্জ্য কেউ যেখানে সেখানে ফেললে আমরা তখনই তার প্রতিবাদ করবো। প্রয়োজন হলে আমরা ক্যাম্পাসে ডাস্টবিনের সংখ্যা বাড়িয়ে দিবো।এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ক্যাম্পাসে যেসব দোকান আছে তার আশেপাশে প্লাস্টিক, পলিথিন প্যাকেট ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে বিশ্ববিদ্যালয়ের অপর উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের দায়িত্ব এ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প আর কিছু নেই। এসময় ক্যাম্পাসে সংশ্লিষ্ট সকলকে সচেতন হতেও তিনি আহ্বান জানান।এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা পরিস্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন। প্রশাসন ভবন চত্বর ছাড়াও তারা গ্রন্থাগার চত্বর, একাডেমিক ভবনসমূহ ও আবাসিক হল এলাকায় এবং রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার করেন।পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহব্যাপী চলবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।