টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে মরহুম শাহজালাল শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ইউনাইটেড ফেন্ডস সোসাইটির আয়োজনে শনিবার (১ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় বেতকা ইউনিয়ন হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বেতকা সেভেন স্টার বনাম বেইচ টুয়েলভ এর মধ্যকার উদ্বোধনী ম্যাচে বেতকা সেভেন স্টার ৯-০ গোলে জয় লাভ করে। রাকিবুল ইসলাম প্রতিক শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকোনুজ্জান রিগান শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তারিক আল হাসান লিউ শিকদার, বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব খান পটু,বেতকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ শিকদার,সাবেক চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, হাসান মাসুদ শিকদার,আলাউদ্দিন বেপারী,ইখতিয়ার হোসেন ডলার শিকদার,হাবিবুর রহমান শিকদার,মজিবর শিকদার, কামরুল হাসান শিকদার জীবন,মামুন শিকদার,রিপন শিকদার,টিটু,হাসান খান,মো: তাইজুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।