ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা পৌর শাখার কমিটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক খন্দকার মহিউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম (রফিক) ও যুগ্ন আহবায়ক সাব্বিরুল ইসলাম সাক্ষরিত প্যাডে ওই কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোঃ ওয়াসিকুল ইসলামকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ লিখন খন্দকার, মোঃ জাকির হোসেন রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সংম্পাদক পদে মোঃ জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ খালেকুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাসুদ ফকির।এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রুকন, যুগ্ম আহবায়ক ফারহানা চৌধুরী বেবি, কেন্দ্রীয় সদস্য সামছুল হোসেন, বিল্লাল হোসেন সহ নেতৃবৃন্দ।