ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিমের নাম বাদ ফ্যাসিস্ট আচরণ: মাহফুজ ইকবাল


ফেব্রুয়ারি ২, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সাভার প্রতিনিধি:   পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া এক ধরনের ফ্যাসিস্ট আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, যে দল যুদ্ধের মালিকানা দাবি করে আজ সেই দল অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছে এবং সেই ফ্যাসিবাদী দল বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। তারা যেভাবে কর্মসূচি ঘোষণা করছে, তা সাধারণ জনগণ ও সাধারণ ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে।ছাত্রদল নেতা মাহফুজ ইকবাল শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি ও অনিয়মের বিষয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি ও অনিয়ম হচ্ছে দীর্ঘদিনের সিস্টেম। এটা পরিবর্তন একদিনে সম্ভব নয়, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময় লাগবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, তবে প্রতিটি সেক্টরে তাদের কিছু দোষর রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কিছু দোষর আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, ওই আন্দোলন দমন করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা চেষ্টা করেছে। তখন তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিতে পারে নাই। আমরা কিছুদিন আগে তাদের বিচারের দাবীতে ঢাকার শহীদ মিনারের অভিমুখে লংমার্চ করেছি। আমরা ছাত্র সমাজ অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধ করবো।কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।এসময় আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।