বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠী কে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাচগাও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে রবিবার (২ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পাচগাও দশত্তর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো:সেলিম শেখ।পাচগাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাঢ়ীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সহ সভাপতি শহিদ বেপারী, আব্দুল হালিম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদ সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।