ফখরুল ইসলাম বিপ্লব (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরমা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম পিঠা উৎসব পালন করলো ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। ছাত্র/ছাত্রী নিজ নিজ বাড়ি থেকে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিদ্যালয়ের প্রাঙ্গণে নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে সাজিয়ে রেখে পুরো দিন উদাযাপন করলো। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা ক্রয় করে আনন্দের মত সময় কাটালো সারাদিন।
সুরমা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা পর থেকে এই প্রথম এমন একটি অনুষ্ঠান পালন করলো। বিগত কয়েক মাস পূর্বে কঠিন একটা মূহুর্ত অতিক্রম করেছে বিদ্যালয়টি। এলাকার সাবেক শিক্ষার্থীর বিভিন্ন সংস্কারের দাবীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদত্যাগ করেন, অভিযোগকৃত আরো কয়াকজন শিক্ষককে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন। বর্তমানে জেলা/উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিদ্যালয়ের কার্যক্রম চলছে, প্রয়োজনীয় শিক্ষক খুবই দ্রুত নিয়োগ দেওয়া হবে জানা গিয়েছে। বিগত এক যুগ ধরে বিদ্যালয়টি দাতা সদস্য নিয়ে মামলার কারণে ম্যানেজিং কমিটি নেই। স্থানীয় অনেকের অভিযোগ আছে যে, জবাবদিহিতা নেই বলে বিদ্যালয়টি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। বিভিন্ন অনিয়ম সহ দুর্নীতির অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর। জেলা ডিসি’র আদেশে তদন্ত হয়েছে বিভিন্ন বিষয়াদী নিয়ে।