নিজস্ব প্রতিবেদক: গত ২১ শে ফেব্রুয়ারী ২০২৫ইং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও দেশের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার পোস্ট করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা জেলা শাখার যুগ্ম-আহবায়ক মাসুদ রানা। সেখানে ভুলক্রমে তিনি কক্সবাজার আওয়ামিলীগের ব্যানার ব্যবহার করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। স্কিনশট দিয়ে সমালোচনাও করেন অনেকেই।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশও হয় দৈনিক ভোরের খবর পত্রিকায়। নড়েচড়ে বসে কৃষকদলের কেন্দ্রীয় ও জেলার নের্তৃবৃন্দ। পরে নিজের ভুল বুঝতে পেরে দু:খ প্রকাশ ও করেন ওই নেতা।অবশেষে শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে নির্ভূল ভাবে সকল দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে অঙ্গীকার ও করেন তিনি।