স্টাফ রিপোর্টার: শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাৎবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন- এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরেও টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন।তিনি বলেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন এবং লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবেন, এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিকাল যে লাইন, সেই লাইন সে ক্রস করতে পারেননি। আর করতে পারিনি বলেই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এবং দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।রিজভী বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম। দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই। তারা মনে করতো তাদের রাজনীতির বাইরে গেলেই সবাই অপরাধী। আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না। তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে। এসময় ভারত কি কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নও তোলেন রুহুল কবির রিজভী।আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ ড. রাশেদুল হাসান হারুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।