ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

পঞ্চগড়ের পাথর বালি কোয়ারির ইজারা বন্ধের আদেশ বাতিল, শ্রমজীবী মানুষের স্বস্তি


জানুয়ারি ১৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি:   সাড়াদেশে গেজেটভূক্ত কোয়ারিসমূহের ইজারা কার্যক্রম সংক্রান্ত ১৮- ফেব্রুয়ারি ২০২০ তারিখের পাথর কোয়ারি, সিলিকাবালু কোয়ারি, নুরি পাথর, সাদা মাটি উত্তোলনসহ সকল প্রকার কোয়ারির ইজারা আপাতত বন্ধ থাকবে গৃহীত সিদ্ধান্তটি বাতিল করা হলো মর্মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেট প্রকাশিত হয়েছে। এতে আনন্দে আত্মহারা পঞ্চগড়ের শ্রমজীবী মানুষ। তেতুলিয়া উপজেলার অনাবাদি জমিতে পাথর উত্তোলন করে পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট সহ উত্তর অঞ্চলের হাজার হাজার শ্রমজমী মানুষ জীবিকা নির্বাহ করতো। ১৫ থেকে ২০ ফিটের মধ্যে সনাতন পদ্ধতিতে মাটি কেটে পাথর উত্তোলন করে সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ছিল তেতুলিয়ার পাথর। এতে পাথর আমদানিতে কম চাপ ছিল। সঞ্চয় হতো বৈদেশিক মুদ্রা। স্থানীয়রা বলেন, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে আমরা যুগ যুগ ধরে জীবিকা নির্বাহ করে আসতেছি। কিন্তু হঠাৎ করে পাথর উত্তোলন বন্ধ হওয়ায় আমরা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে পাথর উত্তোলন করে কোন রকমে দিন পার করতেছি। আমরা অনেকেই অত্যন্ত মানবেতর দিনকাল পার করছি। পাথর উত্তোলন বন্ধের আদেশ বাতিলের খবর পেয়ে আমরা অনেক খুশি। এটা যুগ উপোযোগী একটি সঠিক সিদ্ধান্ত। আমরা জানি যেই দেশ যতবেশী খনিজ সম্পদ আহরণ করবে সেই দেশ ততবেশী উন্নত হবে। তবে একটি চক্র পরিবেশ ধ্বংসের অজুহাত সৃষ্টি করে পাথর উত্তোলন বন্ধ করার চক্রান্ত করছে। এরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা বুঝি। কারো বিভ্রান্তিকর মন্তব্য শুনে সরকার যেন এই সিদ্ধান্ত পরিবর্তন না করে এজন্য সকলেই বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান। এ বিষয়ে পাথরের খনিখ্যাত তেতুলিয়া উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন বলেন, ঈদ আসলে মানুষ যতটা আনন্দিত হয়, তার থেকেও বেশী আনন্দিত হয়েছে পাথর উত্তোলনের খবর পেয়ে। আমরা সকলেই অনেক খুশি। পাথর উত্তোলন বন্ধের পর বিগত ঈদগুলোতে আমরা ঠিকমত পরিবারের কাপড়-চোপড় অথবা বাজার করতে পরিনি। তাই তেমন আনন্দ করতে পারি নি। আমরা সনাতন পদ্ধতিতে পুনরায় পাথর উত্তোলন করতে পারবো। এলাকার উন্নয়ন হবে। মানুষ ভালো থাকবে। সবাই আর্থিক স্বাবলম্বী হবে। যারা এর বিরোধীতা করছে তারা কেউ এলাকার ভালো চায় না। সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকুক, এটা তারা চায় না। দেশে পাথর উত্তোলন করা হলে আর ভারত বা অন্য দেশ থেকে পাথর আমদানি করতে হবে না। দেশ অর্থনৈতিক ভাবে উন্নত হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।