রফিকুল ইসলাম (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট। টুর্নামেন্টের (বালক দল) কোয়ার্টার ফাইনালে দেলদুয়ার উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে সখিপুর উপজেলার গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।আজ ১৮ই জানুয়ারি (শনিবার) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে দেলদুয়ার উপজেলার পড়াইখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারায় সখীপুর উপজেলার গড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলের পক্ষে রাফিন ২টি এবং তামিম ১টি গোল করেন।আগামীকাল ১৯ জানুয়ারি ভুয়াপুর উপজেলার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে দলটি। গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জয়েন উদ্দিন (জয়) বলেন, ছেলেরা ভালো খেলা উপহার দিচ্ছে। আমরা সামনের ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী। সকলের দোয়া চাই।