ভোরের খবর ডেস্ক: বিগত কয়েকদিন ধরে ঢাকাতে শীতের অনুভূতি প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে তাপমাত্রার প্রভাব ছিল বেশি।এ অবস্থায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, আগামী পাঁচ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।