লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: সড়কে অবৈধ ড্রাম ট্রাক চলাচল বন্ধসহ লক্ষ্মীপুর টু ঢাকা মহাসড়ক ইটের সলিং দিয়ে সংস্কার কাজ বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও শিক্ষার্থীরা।বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ভোগান্তিতে ফেলে পরিবহন চালক ও সাধারণ জনগণকে।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ২১ দিনে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট-ঢাকা ও রামগতি মহাসড়কসহ বিভিন্ন সড়কে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর কারণ অবৈধভাবে বালু ভর্তি ড্রাম ট্রাক চলাচলকারী যানবাহন। এসব যানবাহন দিনের বেলা চলাচল বন্ধসহ দ্রুত নিষিদ্ধকরণের দাবি জানিয়ে তারা সতর্ক করেন যে, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। অন্যদিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের সংস্কার কাজ চলছে ইটের সলিং দিয়ে। উক্ত সংস্কার কাজের ব্যাখ্যা চেয়েছেন লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে।ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তারা শিক্ষার্থীদের অবৈধ যানবাহন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেয়।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, অবৈধ যানবাহন বন্ধে মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও অনেক ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না। তিনি দ্রুত এসব যানবাহন বন্ধে প্রশাসনের উদ্যোগের আশ্বাস দেন।