ভোরের খবর ডেস্ক: মালয়েশিয়ায় পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দিনের চতুর্থ ও নিজেদের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।আজ টসে জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জুনিয়র টাইগ্রেসরা। ১৮.২ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রান করে মাউন্ট এভারেস্টের দেশের মেয়েরা। জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভিন। এদিন নেপালের মেয়েরা পাঁচবার রান আউটের ফাঁদে পড়েন। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাবে রান তাড়ায় প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দলের দুই ওপেনার সুমাইয়া আক্তার ও ফাহমিদা ছোঁয়া আউট হন ব্যক্তিগত ৪ ও ১ রানে। তিনে নেমে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর সাদিয়া ইসলামকে নিয়ে অধিনায়ক সুমাইয়া আক্তার জয়ের অনেকটা কাছে নিয়ে যায় দলকে। দলীয় ৩২ রানে ব্যক্তিগত ১৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলে আউট হন সাদিয়া। সুমাইয়াও ফেরেন পরের ৯ রানের মধ্যে। তবে ততক্ষণে জয়ের একদম দ্বারপ্রান্তে জুনিয়র টাইগ্রেসরা। ১৩.২ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের হয়ে একটি করে উইকেট নেন রচনা চৌধুরি, রিয়া শর্মা, সীমানা কেসি, পূজা মাহাতো।