মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠী কে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শনিবার (২৫জানুয়ারি) সন্ধ্যা ৫ টায় হাসাইল বেপারী বাড়ির উঠান প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলি বেপারীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সহ সভাপতি শহিদুল বেপারীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম,এ,জামান এপোলো, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সহ সভাপতি আব্দুল হালিম বেপারী, দেলোয়ার হোসেন মোল্লা,সহ সাধারণ সম্পাদক জাকির খান, মিজান হাওলাদার, আনোয়ার সরদার সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।