আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রোপনকৃত হল্যান্ডের ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গাছ পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ও কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার। বুধবার সকাল ১০ টায় উপজেলার সোনারং গ্রামের কৃষক কামাল শেখ এর জমিতে রোপন করা ড্যানিসপো কোম্পানির আলু গাছ পরিদর্শন করে কৃষি কর্মকর্তা বলেন, গাছের মান খুবই ভালো। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এ সময় ওই জমির মালিক কে তিনি ঠিক মতো গাছ পরিচর্যা করার পরামর্শ দেন।এ ব্যাপারে ড্যানিসপো কোম্পানি বীজ আলু আমদানিকারক মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকার মো: রনি শেখ জানান, ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গুনগত মান খুবই ভালো। পূর্বেও এই বীজ থেকে পর্যাপ্ত পরিমান আলু হয়েছিলো। আশা করছি এইবারো খুব ভালো ফলন হবে। আমরা এবছর বীজ আলু রোপনের শুরু থেকেই কৃষকের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।অন্যান্যদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গীবাড়ীর এস,এ,পি,পিও, মো: আমিনুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল কাদির শেখ,রিপন শেখ, আনোয়ার হোসেন, ইসমাইল বেপারী, আবু সাইদ বেপারী, মো: রাকিব প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭