স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত সাত কোটি বিয়াল্লিশ লাখ তেষট্টি হাজার তিনশত একত্রিশ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।শনিবার(১৮জানুয়ারি) সকাল ১১ঘটিকার সময় ৫৫ ব্যাটালিয়ন ক্যাম্পে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।বিজিবি জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত দেশি-বিদেশি মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, বিয়ার,গাঁজাসহ বিভিন্ন মাদক ধ্বংস করা হয়েছে।বিনষ্ট করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৭৫৫ বোতল বিদেশি মদ, ৩৬ হাজার ৫০০ লিটার বাংলা মদ, ৯ হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৩৫ ক্যান বিয়ার, ৪৪৮ ইস্কাপ সিরাপ ও ২০ প্যাকেট বিড়ি।এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ৩৩১ টাকা।মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল। তিনি বলেন, ‘মাদক ধ্বংস করার সময় পরিবেশের কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আগে গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হতো। এতে বাতাসে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়তো। কিন্তু এবার আমরা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় গাঁজার সাথে বালি ও সিমেন্ট মিশ্রন করে মাটিতে পুঁতে দিয়েছে। এতে কিছুদিন পর সেটি জৈব্য সারে পরিণত হবে। এছাড়াও লিকুইড যে মাদক রয়েছে সেগুলোর বোতল ভেঙে একটি বদ্ধ জায়গায় রেখে পর্যাপ্ত পরিমাণ পানি ও চুন মিশিয়ে নষ্ট করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭